রাঙামাটি । শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১১ শ্রাবণ ১৪৩১

রাঙামাটি (নানিয়ারচর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:৪৫, ১৫ সেপ্টেম্বর ২০২৩

নানিয়ারচরে গ্লোবাল ক্লাইমেট এ্যাকশন ডে পালন

নানিয়ারচরে গ্লোবাল ক্লাইমেট এ্যাকশন ডে পালন

মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় “আমাদের অবশ্যই জীবাশ্ম জ্বালানীর যুগ শেষ করতে হবে” এই প্রতিপাদ্য নিয়ে গ্লোবাল ক্লাইমেট এ্যকশন ডে- ২০২৩ পালন করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে নানিয়ারচর উপজেলায় বুড়িঘাট ইউনিয়নে দিবসটি উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে এই সংস্থাটি।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব চাকমা।

তিনি বলেন, আমাদেরকে জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধের জন্য সচেতন থাকতে হবে এবং উদ্যোগ গ্রহণ করতে হবে। তাছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে অনেক ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হয়েছে। সেজন্য খালি জায়গায় গাছ লাগাতে হবে, পাহাড় কাটা বন্ধ করতে হবে। যে সমস্ত পলিথিন ব্যবহার হচ্ছে সেগুলো জায়গায় নিয়ে পুড়িয়ে ফেলতে হবে।

এ সময় স্থানীয় ইউপি সদস্য,ও এলাকা গণ্যমান্য ব্যক্তিবর্গসহ নানা পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়