রাঙামাটি । বুধবার, ০৪ অক্টোবর ২০২৩ , ১৮ আশ্বিন ১৪৩০

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:২২, ১৯ সেপ্টেম্বর ২০২৩

ফের খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

​​​​​​​​​​​​​​প্রতি সেকেন্ড ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত

ফের খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
​​​​​​​জলকপাট খুলে পানি ছাড়া হচ্ছে।

ফের খুলে দেওয়া হলো কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে (কপাবিক)’র ১৬টি জলকপাট। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে কপাবিকের ১৬টি জলকপাট দিয়ে ৬ ইঞ্চি পরিমাণ পানি নিষ্কাশন শুরু করা হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি পার্শ্ববর্তী কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে।

বিষয়টি নিশ্চিত করে আজ কপাবিকের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের বলেন, গত কয়েকদিনের বৃষ্টিতে পুনরায় কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৮ দশমিক ২৪ ফুট মীনস সী লেভেল (এমএসএল) পর্যন্ত বেড়ে গেছে। যা রুলকার্ভ হতে প্রায় ৭ ফুট বেশী। ফলে ঝুঁকি এড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ফের মঙ্গলবার ১৬টি গেইট দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আরও প্রায় ২৫ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে।

প্রসঙ্গত, কাপ্তাই লেকের পানি বৃদ্ধির ফলে ঝুঁকি এড়াতে গত শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় কপাবিকে’র ১৬টি গেইট একযোগে খুলে দেওয়া হয়েছিল। একইদিন বিকেলে পুনরায় স্পীলওয়ে বন্ধ করে দেওয়া হয়।

সম্পর্কিত বিষয়: