রাঙামাটি । বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ , ২৫ বৈশাখ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:৫০, ১৯ সেপ্টেম্বর ২০২৩

কাউখালীতে প্রদর্শনী মৎস্য খামারের উপকরণ বিতরণ

কাউখালীতে প্রদর্শনী মৎস্য খামারের উপকরণ বিতরণ

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য চাষ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রদর্শনী খামারে মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে কাউখালী মিনি মৎস্য হ্যাচারী থেকে উপজেলার ফটিকছড়ি ইউনিয়নের উষাতন চাকমা মৎস্য ক্রীক ও কলমপতি ইউনিয়নের হাজী মুছা মাতব্বর মৎস্য ক্রীকের জন্য ৯০ কেজি কার্প জাতীয় মাছের পোনা, ১৬ বস্তা মৎস্য খাদ্য, ৭০ কেজি ইউরিয়া ও ৭০ কেজি টিএসপি স্যার বিতরণ করা হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য চাষ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আবদুল্লা আল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নুরিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ মিন শহীদ, ক্ষেত্র সহকারী প্রদীপ কুমার দে।

রাঙামাটি জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস জানান, রাঙামাটি জেলায় মৎস্য চাষে অনেক পিছিয়ে আছে। এই পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে মৎস্য চাষে উৎসাহী করতে প্রদর্শনী খামারের এসব প্রকল্প নিয়ে থাকি। আমাদের উদ্দেশ্য জীবন মানউন্নয়ন করা। তাদের মূল শ্রোতধারায় নিয়ে আসা।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়