রাঙামাটি । শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১১ শ্রাবণ ১৪৩১

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ১৯:১৩, ১৯ সেপ্টেম্বর ২০২৩

রাঙামাটিতে সেনা অভিযান, এসএমজি-রাইফেলসহ গোলাবারুদ উদ্ধার

রাঙামাটিতে সেনা অভিযান, এসএমজি-রাইফেলসহ গোলাবারুদ উদ্ধার
 উদ্ধারকৃত এসএমজি-রাইফেলসহ গোলাবারুদ। ছবি:- আলোকিত রাঙ্গামাটি

রাঙামাটিতে সেনাবাহিনীর সদর সেনা জোনের বিশেষ অভিযানে এসএমজি, রাইফেলসহ বিপুল পরিমানে গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

রাঙ্গামাটি সদর জোন থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙামাটি সদর সেনা জোন হতে ১টি বি টাইপ পেট্রোল দল তইন্নাছড়ি, যমচুগ এলাকায় অভিযান চালায়।

উক্ত এলাকার একটি কিয়াংঘর এর নিচ হতে ১টি এসএমজি, ১টি চায়না রাইফেল টি-৮১,  ১টি বোম্ব ৪০ মিঃমিঃ এইচই এমজি-৩টি, ৩টি ম্যাগাজিন (২টি এসএমজি এবং ১টি রাইফেল), ১৪১ রাউন্ড এসএমজি এ্যামোনিশন, ২৭ রাউন্ড রাইফেল এ্যামোনিশন এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধার কার্যক্রমের সময় নাম প্রকাশে অনিচ্ছুক একজন জেএসএস (সন্তু) দলের সন্ত্রাসী আত্মসমর্পন করে।

রাঙামাটি সদর জোন কর্তৃক পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। এ সকল অস্ত্র গোলাবারুদ উদ্ধার, সশস্ত্র সন্ত্রাসী এবং চাঁদাবাজদের গ্রেফতারের ফলে নিরীহ জনমনে স্বস্তি পরিলক্ষিত হবে বলে আশা করা হয়েছে।
 

জনপ্রিয়