রাঙামাটি । রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৩ ভাদ্র ১৪৩১

ব্রেকিং

নানিয়ারচরে চেঙ্গী নদীতে ডুবে প্রতিবন্ধী আয়শার মৃত্যুবাঘাইছড়িতে নদীতে গোসল করতে নেমে কিশোরী নিখোঁজরাঙামাটিতে “শহীদি মার্চ” অনুষ্ঠিতহারানো ২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশপার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমাকাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি, এবার সাড় ৩ ফুট খোলা হলো জলকপাটের গেইট১২৭ দিন পর কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরুচাহিদা মতো চাদাঁ না দেওয়ায় আঞ্চলিক দলের বাঁধার মুখে কাপ্তাইয়ে জেলেদের মাছ ধরা বন্ধ, সরকার রাজস্ব হারাচ্ছেকাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি, এবার ২ ফুট খোলা হলো জলকপাটের গেইটনিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে কাপ্তাই হ্রদে মাছ আহরণে নামছেন জেলেরাকাপ্তাই হ্রদে ডুবে যুবকের মৃত্যু, মরদেহ উদ্ধারকাপ্তাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতি ৫০ কোটি টাকালংগদুতে পানিতে ডুবে শিশুর মৃত্যুরাঙামাটি পৌর এলাকা ও নানিয়ারচরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, ডুবে আছে সড়ক-ঘরবাড়িরাঙামাটিতে সেনা রিজিয়নের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা প্রদানরাঙামাটিতে বৈষম্য ও সন্ত্রাস বিরোধী মহাসমাবেশ ছাত্র পরিষদেরপানির প্রবল চাপ সামলাতে এবার ২ ফুট খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৩:২৩, ১৪ অক্টোবর ২০২৩

সুবলং শ্রাবস্তী বন বিহারের নব-নির্মিত বন বিহার ভবনের উদ্বোধন

সুবলং শ্রাবস্তী বন বিহারের নব-নির্মিত বন বিহার ভবনের উদ্বোধন
সুবলং শ্রাবস্তী বন বিহার ভবনের উদ্বোধন করছেন দীপংকর তালুকদার এমপি। ছবিঃ আলোকিত রাঙ্গামাটি

রাঙামাটির বরকল উপজেলার সুবলং শ্রাবস্তী বন বিহারের নব-নির্মিত বন বিহার ভবনের উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (১৪ অক্টোবর) সকালে বরকল উপজেলার সুবলং শ্রাবস্তী বন বিহারের এই ভবনের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাঙামাটি জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, রাজবন বিহারের ভিক্ষু সংঘ পূর্ণজ্যোতি মহাস্থবির, দেবদন্দ মহাস্থবির, শ্রাবস্তী বম বিহারের বিহার অধ্যক্ষ সংঘসার মহাস্থবির উপস্থিত ছিলেন।

পরে সুবলং শ্রাবস্তী বন বিহারের নব-নির্মিত বন বিহার ভবনের উদ্বোধন উপলক্ষে মহতী পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, বুদ্ধ মূর্তিদান, অষ্টপরিস্কার দান, হাজার প্রদিপ দানসহ বিভিন্ন দানানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, রাঙামাটি জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা।

অনুষ্ঠানে ধর্মীয় দেশনা প্রদান করেন রাজবন বিহারের ভিক্ষু সংঘ পূর্ণজ্যোতি মহাস্থবির, দেবদন্দ মহাস্থবির।

দীপংকর তালুকদার তার বক্তব্যে বলেন, পার্বত্য অঞ্চলে উন্নয়ন ও আর্থসামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানামুখী পদক্ষেপ নিয়েছে। গত ১৫ বছরে পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের গতিধারা তা অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, অতীতে অনেকেই ক্ষমতায় এসেছে পার্বত্য শান্তি চুক্তির বাস্তবায়ন এগিয়ে নিতে পারেনি, তেমনি কোন উন্নয়নও করতেন পারেনি বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানে রাঙামাটি ও বরকল উপজেলা এবং সুবলং ইউনিয়নের পূণ্যার্থী ও দায়ক-দায়িকারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়