রাঙামাটি । বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ , ২৫ বৈশাখ ১৪৩১

রাঙামাটি (নানিয়ারচর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১১:৩৫, ১৮ অক্টোবর ২০২৩

নানিয়ারচরে নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালন

নানিয়ারচরে নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালন

“শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়” এ প্রতিপাদ্য নিয়ে রাঙামাটির নানিয়ারচরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস পালন করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহরিয়ার মুক্তার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা।

এ সময় ভাইস চেয়ারম্যান নূরজামাল হাওলাদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূয়েন খীসা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, দপ্তর প্রধানসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে দিবসটি পালন উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে সর্বস্তরের পুষ্পস্তবক অর্পণ এবং সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং সর্বস্তরের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যাালী অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়