রাঙামাটি । শুক্রবার, ১৭ মে ২০২৪ , ২ জ্যৈষ্ঠ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ

প্রকাশিত: ১২:৩৩, ২ মে ২০২৪

আপডেট: ১৪:৫৮, ২ মে ২০২৪

তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি

রাঙামাটিতে বজ্রপাতে নিহত ৩, আহত ৭

রাঙামাটিতে বজ্রপাতে নিহত ৩, আহত ৭
ফাইল ছবি

প্রায় এক মাস ধরে তীব্র গরমের পর রাঙামাটিতে স্বস্থির বৃষ্টির দেখা মিলেছে। বুধবার শেষ রাত থেকে হালকা ও মাঝারি ধরণের বৃষ্টিসহ বজ্রপাত হয়। এর পর ভোর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। মাঝে মাঝে বজ্রপাত হচ্ছে। গরমও কমে এসেছে।

আবহাওয়া অফিস থেকে জানা গেছে, রাঙামাটিসহ উপজেলাগুলোর অনেক জায়গায় হাওয়া ও বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা আছে।

এদিকে, রাঙামাটি ও বাঘাইছড়িতে বজ্রপাতে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ৭ জন।

নিহতরা হলেন- রাঙামাটি শহরের সিলেটি পাড়া এলাকার জেলে নজির আহমেদ (৫০), বাঘাইছড়ি বড়াদম মুসলিম ব্লগের বাসিন্দা বাহারজান বেগম (৫৫) ও সাজেক ইউনিয়নের লংথিয়ান পাড়ায় তনিবালা ত্রিপুরা (৩৭)।। এ সময় আহত হয়েছেন আরো ৭ জন।

আহতরা হলেন- তরুণ চাকমা, তৃণা চাকমা, রবীন্দ্রনাথ চাকমা, সুষমলাল চাকমা, অক্ষয় মণি চাকমা, পাত্থর চাকমা, অমর জ্যোতি চাকমা। আহতদের বাঘাইছড়ি স্বাস্থ্য কম্প্লেক্সে ভর্তি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আবদুল আউয়াল বাঘাইছড়িতে ও রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর রাঙামাটি শহরে বজ্রপাতে নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।

সম্পর্কিত বিষয়: