রাঙামাটিতে যৌতুক মামলায় স্বামীর কারাদণ্ড

স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় স্বামীকে ১৮ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
দণ্ডিত মোঃ মহি উদ্দিন চৌধুরী চট্টগ্রাম সরাইপাড়া ১২নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ সেকান্দর আলীর ছেলে।
সোমবার (৬ নভেম্বর) রাঙামাটি জেলা জজ আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ কহিনুর আক্তার এ মামলার রায় দেন।
আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে দোষী সাব্যস্ত হওয়ায় আসামীকে ১৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ভুক্তভোগী জানান, ২০১১ সালে ১০ লক্ষ টাকা দেন মোহরে বিবাহ হয়। আমার কন্যা সন্তান জন্মের পর সংসার সুখের চললেও। আমার স্বামী যৌতুকের জন্য আমাকে শারীরিক ভাবে নির্যাতন শুরু করে। পরে বাবার বাড়ী থেকে ৫ লক্ষ টাকার উপরে নিয়ে দিয়েছি। তারপরও আমাকে শারীরিক ভাবে নির্যাতন বেড়ে যায়। সে আমার কাছে আরো ১০ লক্ষ টাকা যৌতুক দাবী করে। যৌতুক দিতে অপারগতা প্রকাশ করায় এক কাপড়ে ঘর থেকে বের করে দেয়। আমি সুষ্ঠু বিচার দাবী করছি।