রাঙামাটি । শনিবার, ১৮ মে ২০২৪ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:৩৯, ৫ মে ২০২৪

আপডেট: ১৬:৪০, ৫ মে ২০২৪

কাউখালী‌তে প্রার্থনারত অবস্থায় বজ্রপাতে স্কুল ছাত্রীর মৃত্যু, আহত ৪

কাউখালী‌তে প্রার্থনারত অবস্থায় বজ্রপাতে স্কুল ছাত্রীর মৃত্যু, আহত ৪
ফাইল ছবি

রাঙামাটির কাউখালীতে বজ্রপাতে ঘরের চালের নিচে প্রার্থনারত অবস্থায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। একই স্থানে নিহতের দাদা, দাদী, মা ও মামা গুরুত্বর আহত হয়েছে।

র‌বিবার (৫ মে) সকালে ৬টার দিকে কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউনিয়নের মানিকছড়ি পাড়া এলাকাতে এই ঘটনা ঘটে।

জানা যায়, নিহত অর্সা চাকমা বর্মাছড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী এবং সে মানিকছড়ি এলাকার অরুন চাকমার মেয়ে। একই সাথে প্রার্থনারত অবস্থায় থাকা পরিবারে চার সদস্য তার মা রঙ্গিলা চাকমা, দাদা যদু কুমার চাকমা, দাদী বনলতা চাকমা, মামা স্বপন চাকমা গুরুত্বর আহত হন।

স্থানীয়রা জানায়, র‌বিবার ভোর পৌনে ৬টার দিকে আকাশে গর্জনসহ বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাত হয়। এ সময় অর্সা চাকমাসহ পরিবারের আরো ৪ সদস্য প্রার্থনারত অবস্থায় ছিলেন। হঠাৎ একটা জোরে শব্দ হয়, এরপর স্থানীয়রা দেখতে পায় অর্সা চাকমাসহ পরিবারের ৪ সদস্য মাচাংয়ে পড়ে আছে। ঘটনাস্থলে অর্সা চাকমা নিহত হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব চন্দ্র কর ও ফটিকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উষাতন চাকমা বজ্রপাতে স্কুলছাত্রী নিহত ও ৪ জন আহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পর্কিত বিষয়: