রাঙামাটি । শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১১ শ্রাবণ ১৪৩১

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১০:৩১, ১১ মে ২০২৪

আপডেট: ১৬:০৭, ১১ মে ২০২৪

রাজস্থলী রিসোর্স সেন্টারে ৬ দিনব্যাপী বিষয় ভিত্তিক প্রশিক্ষণ শুরু

রাজস্থলী রিসোর্স সেন্টারে ৬ দিনব্যাপী বিষয় ভিত্তিক প্রশিক্ষণ শুরু
রাজস্থলী উপজেলা রিসোর্স সেন্টারে প্রশিক্ষণে অংশ গ্রহণকারীদের দেখা যাচ্ছে।

শনিবার (১১ মে) থেকে রাজস্থলী উপজেলা রিসোর্স সেন্টারে শুরু হয়েছে ৬ দিনব্যাপী বিষয় ভিত্তিক (ইংরেজি) মৌলিক প্রশিক্ষণ। এতে ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক অংশ নিচ্ছে।

রাজস্থলী উপজেলা রিসোর্স সেন্টার এই মৌলিক প্রশিক্ষণের আয়োজন করে।

কাপ্তাই বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মাস্টার ট্রেইনার (ইংরেজি) রওশন শরীফ তানি এবং রাজস্থলী উপজেলা তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপ্লব বিকাশ ত্রিপুরা ৬ দিনব্যাপী প্রশিক্ষণে মাস্টার ট্রেইনারের দায়িত্ব পালন করছেন।

আগামী ১৬ মে` প্রথম ব্যাচের এই প্রশিক্ষণ শেষ হবে বলে জানিয়েছেন রাজস্থলী উপজেলা রিসোর্স সেন্টারের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত ইন্সট্রাক্টর জিন্নাতুন নাহার ও রাজস্থলী উপজেলা শিক্ষা অফিসার তাজুল ইসলাম।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়