রাঙামাটি । শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১১ শ্রাবণ ১৪৩১

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ১৩:০৯, ১৩ মে ২০২৪

আপডেট: ১৩:১১, ১৩ মে ২০২৪

রাঙামাটিতে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা

রাঙামাটিতে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা

রাঙামাটিতে তথ্য অফিসের উদ্যোগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ মে) সকালে রাঙামাটি পাবলিক কলেজে শিক্ষার্থীদের নিয়ে এই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা।

এ সময় রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কাউসার আহম্মেদ, জেলা তথ্য অফিসার রাহুল বনিকসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ ইতিমধ্যেই ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে উঠেছে। এখন আমাদের আগামী দিনে একটি স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। স্মার্ট বাংলাদেশের পথে আমরা অনেক দূর এসেছি। এখন গ্রামে বসেও ডিজিটাল বাংলাদেশের সুফল পাওয়া যাচ্ছে।

বক্তারা পেনশন স্কিম নিয়ে বলতে গিয়ে তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করেই প্রধানমন্ত্রী সর্বজনীন পেনশন স্কিম চালু করেছেন। কর্মজীবন শেষে নিশ্চিত জীবন যাপনের জন্য দেশের সকল নাগরিকদের চারটি স্কিমের যেকোনো একটি পেনশন স্কিম করা খুবই প্রয়োজন। পেনশন স্কিম স্মার্ট বাংলাদেশ গড়তেও সহায়ক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন।

বক্তারা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণসহ সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত নানা বিষয় তুলে ধরে সকলকে সম্পৃক্ত হওয়ার আহবান জানানো হয়।

আলোচনা সভারা আগে প্রজেক্টরের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড এবং সর্বজনীন পেনশন স্কিমের বিভিন্ন দিক প্রদর্শন করা হয়।

জনপ্রিয়