রাইখালী ইউনিয়নের ভোট কেন্দ্র পরিদর্শন করলেন কাপ্তাই ইউএনও

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মহিউদ্দিন উপজেলাধীন রাইখালী ইউনিয়নের দুর্গম ভালুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ডংনালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
রবিবার (১৯ নভেম্বর) দুপুর ২টায় তিনি এসব কেন্দ্র পরিদর্শন করেন। যা আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র হিসাবে ব্যবহৃত হবে।
এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসানসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক এবং কারবারিরা উপস্থিত ছিলেন।