হরতালের দ্বিতীয় দিনেও রাঙামাটিতে জনজীবন স্বাভাবিক

সরকার পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর পাঁচ দফা অবরোধের পর জাতীয় সংসদ নির্বাচনের “একতরফা” তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘন্টার দ্বিতীয় দিনের হরতালে জনজীবন স্বাভাবিক রয়েছে রাঙ্গামাটিতে।
সোমবার সকাল থেকে শহরের একমাত্র গণপরিবহন চলাচল ছিলো স্বাভাবিক রয়েছে। শহরের দোকান ও মার্কেটগুলো খোলা রয়েছে।
অন্যদিকে, রাঙামাটি-চট্টগ্রাম, রাঙামাটি-বান্দাবান রুটে বাস চলাচল স্বাভাবিক থাকলেও রাঙামাটি-খাগড়াছড়ি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে যাত্রীর সংখ্যা কিছুটা কম লক্ষ করা গেছে।
অপরদিকে, শহরের কোথাও হরতালের সমর্থনে বিএনপি-জামায়াতের কোন নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি। দলীয় কার্যালয়টিও তালা ঝুলানো। আওয়ামী লীগের নেতাকর্মীরা গতকাল মাঠে থাকলেও আজ শহরের কোথায় নেতাকর্মীদের দেখা যায়নি। শহরের আইনশঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের সাথে বিজিবিকেও টহল দিতে দেখা গেছে