কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়
কাপ্তাই উপজেলাধীন কাপ্তাই নতুন বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযানে একাধিক প্রতিষ্ঠানকে অর্থ জরিমানা করা হয়।
রবিবার (১৯ মে) দুপুরে রাঙামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক রানা দেবনাথ এই অভিযান পরিচালনা করেন।
অভিযানকালীন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও পণ্যের গায়ে মেয়াদ উল্লেখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় মা-মনি চাইনিজ রেষ্টুরেন্টের মোঃ ইকবাল হোসেনকে ৮ হাজার এবং ৩৭ ধারায় তানহা সুইটসের মোঃ ইসমাইলকে ২ হাজারসহ মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় কাপ্তাই উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ ইলিয়াছ ও কাপ্তাই প্রজেক্ট ফাঁড়ির পুলিশ সদস্যরা অভিযানে সহায়তা করেন বলে জানা গেছে।
এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক রানা দেব নাথ জানান, এ ধরণের অভিযান চলমান থাকবে।