রাঙামাটি । শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১১ শ্রাবণ ১৪৩১

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ১৬:১১, ২৮ মে ২০২৪

রাঙামাটিতে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

রাঙামাটিতে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

রাঙামাটিতে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মোজাম্মেল হক নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে রাঙামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ.ই.এম ইসমাইল হোসেন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২১ মার্চ তারিখে রাঙামাটি শহরের পুরানবস্তি এলাকায় ভাড়া বাসায় আসামি মোজাম্মেল হক নিজে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ সময় স্থানীয়দের সহায়তায় ভিকটিমের মা এ ঘটনায় হাতেনাতে মোজাম্মেলকে আটক করেন। পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে। পরবর্তীতে আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইলে মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইফুল ইসলাম জানান, আসামি মোজাম্মেল হক দোষী প্রমাণিত হওয়ায় মঙ্গলবার এ রায় দেন আদালত। এছাড়া জরিমানার টাকা আগামী ৯০ দিনের মধ্যে ভিকটিমকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার আদেশ দেন আদালত।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়