অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে রাঙামাটিতে সমন্বয় সভা
অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে স্টেকহোল্ডারগণের সমন্বয়ে রাঙ্গামাটিতে সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে এবং রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয কমিশনার (রাজস্ব) ইয়াছমিন পারভীন তিবরীজি।
সভায় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) নাসরিন সুলতানা, জেলা খাদ্য নিয়ন্ত্রক কানিজ জাহান বিন্দু, চেম্বার্স অব কমার্সের পরিচালক আব্দুল ওয়াদুদ, জেল্ মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ইকবাল হোসেন চৌধুরী,পৌরসভা কাউন্সিলরগণসহ বিভিন্ন সরকারী-বেসরকারী সংস্থার প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সমন্বয় সভার আগে চট্টগ্রাম সহকারী বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার সরকারী সেবা নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
সভায় সরকারী সেবা গ্রহনের বিষয়ে সকলকে অবহিত করা হয় এবং বিষয়গুলো ব্যাপকভাবে প্রচারের জন্য সকলকে আহবান জানানো হয়।