রাঙামাটি । শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১১ শ্রাবণ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৮:২৫, ৩০ মে ২০২৪

আপডেট: ১৮:২৭, ৩০ মে ২০২৪

“নো হেলমেট, নো ফুয়েল” শ্লোগানে গুইমারায় প্রচারণা

“নো হেলমেট, নো ফুয়েল” শ্লোগানে গুইমারায় প্রচারণা

একটু সচেতনতাই বাঁচাতে পারে আপনার ও আপনার পরিবারের জীবন। তাই চালকদের সচেতন করতে প্রচারনায় নেমেছে গুইমারা থানা পুলিশ।

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধরের নির্দেশে জেলা পুলিশের উদ্যোগে গুইমারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিন চালকদের সচেতন করতে পুলিশ সদস্যদের নিয়ে প্রচারনায় নামেন।

বৃহস্পতিবার গুইমারা থানা এলাকায় নো হেলমেট নো ফুয়েল সরকারের এই শ্লোগানকে প্রতিপাদ্য করে মোটরসাইকেল চালক ও যাত্রীদের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। জনবহুল এলাকায় ফেষ্টুন টাঙিয়ে এবং মোটর সাইকেলে ষ্টীকার লাগিয়ে দিয়ে সকলকে হেলমেট পরার গুরুত্ব সম্পর্কে বক্তব্য প্রদান করেন।

তিনি আরো বলেন, সচেতনতাই পারে নিজেকেও নিজের পরিবারকে  সুস্থ রাখতে এবং জীবন বাঁচাতে। আসুন নো হেলমেট নো ফুয়েল এই শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে সকলে হেলমেট পরিধান করে নিজে বাঁচি, অন্যকে বাঁচায়।

জনপ্রিয়