রাঙামাটি । শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১১ শ্রাবণ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১০:২৮, ৩ জুন ২০২৪

ট্রেনে ঈদযাত্রা: আজ দেওয়া হচ্ছে ১৩ জুনের টিকিট

ট্রেনে ঈদযাত্রা: আজ দেওয়া হচ্ছে ১৩ জুনের টিকিট

ঈদুল আজহা উপলক্ষে রোববার (২ জুন) থেকেই শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। এদিন দেওয়া হয়েছে ১২ জুনের টিকিট। আজ সোমবার দেওয়া হচ্ছে ১৩ জুনের অগ্রিম টিকিট।

ঈদ উপলক্ষে ১৬ জুন পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। এছাড়া ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১০ জুন থেকে।

এবারও অগ্রিম ও ফেরত যাত্রায় শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রয় করা হবে। এবার যাত্রীদের জন্য চলবে ১০ জোড়া ঈদ স্পেশাল ট্রেন।

যাত্রীদের সুবিধার্থে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হবে। ঈদ অগ্রিম ও ফেরত যাত্রায় আন্তঃনগর ট্রেনের সব আসন বিক্রি শেষে কেবলমাত্র যাত্রীদের অনুরোধে ট্রেনে বরাদ্দকৃত সাধারণ শ্রেণির মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

জনপ্রিয়