রাঙামাটি । শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১১ শ্রাবণ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ

প্রকাশিত: ১২:১৭, ১০ জুন ২০২৪

রাঙামাটিতে কার্প জাতীয় মৎস্য চাষ প্রশিক্ষণের উদ্বোধন

রাঙামাটিতে কার্প জাতীয় মৎস্য চাষ প্রশিক্ষণের উদ্বোধন

দেশে ও রাঙামাটির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রশিক্ষণের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামনন মহসিন রোমান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের মাছের উৎপাদন বৃদ্ধির জন্য পাহাড়ি ঘোনায় ক্রিকের মাধ্যমে ব্যবস্থা করে দিয়েছেন। এই প্রকল্পের মাধ্যমে পাহাড়ে আরো মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এমনটাই আশা করেন তিনি।

মৎস্য অধিদপ্তরাধীন পার্বত্য অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনের কার্প জাতীয় মাছের মিশ্র চাষ প্রশিক্ষণের উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন।

সোমবার (১০ জুন) রাঙামাটি জেলা মৎস্য অফিসে  রাঙ্গামাটি সদর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোঃ এরশাদ বিন শহীদ এর সভাপতিত্বে রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, রাঙ্গামাটি জেলা মৎস্য কর্মকর্তা অধির চন্দ্র দাশ, প্রকল্পের পরিবিক্ষন ও মূল্যায়ন কর্মকর্তা হিজবুল বাহার ভূঁইয়া। প্রশিক্ষণে রাঙামাটি জেলার বিভিন্ন এলাকার প্রায় ২৫ জন মৎস্য চাষী অংশগ্রহণ করেন।

 

জনপ্রিয়