রাঙামাটি । শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১১ শ্রাবণ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ

প্রকাশিত: ১৬:০৯, ১০ জুন ২০২৪

শিক্ষার মান বৃদ্ধি করতে অভিজ্ঞ শিক্ষক নিয়োগ প্রদান করা হবে: অংসুইপ্রু চৌধুরী

শিক্ষার মান বৃদ্ধি করতে অভিজ্ঞ শিক্ষক নিয়োগ প্রদান করা হবে: অংসুইপ্রু চৌধুরী

পার্বত্য অঞ্চলের শিক্ষার মান বৃদ্ধি করতে অভিজ্ঞ শিক্ষক নিয়োগ প্রদান করা হবে বলে জানিয়েছেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের এক সময় শিক্ষক খুঁজে পাওয়া যতো না।

পরবর্তীতে শিক্ষক নিয়োগে শিক্ষাগত যোগ্যতা কম থাকলেও বর্তমানে নারী ও পুরুষের  ক্ষেত্রে স্নাতকোত্তর নির্ধারণ করা হয়েছে। তিনি শিক্ষকদের শিক্ষার ক্ষেত্রে আরো বেশি মনোযোগী হওয়ার আহবান জানান।

সোমবার (১০ জুন) রাঙামাটিতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উপলক্ষে শিক্ষা মেলার উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন।

রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হৃষিকেশ শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, পিটিআই সুপারেটেন্ড শাহীন আক্তার চৌধুরী, সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকরাম উল্লাহ চৌধুরী বক্তব্য রাখেন।

শিক্ষা মেলায় রাঙামাটি জেলার ১০ উপজেলার শিক্ষা অফিসের নেতৃত্বে শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

জনপ্রিয়