রাঙামাটি । শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১১ শ্রাবণ ১৪৩১

কাপ্তাই প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:৫৬, ১০ জুন ২০২৪

কাপ্তাইয়ে গড়ে উঠা অবৈধ দোকান ও স্থাপনা সরানোর নির্দেশ 

কাপ্তাইয়ে গড়ে উঠা অবৈধ দোকান ও স্থাপনা সরানোর নির্দেশ 

কাপ্তাই উপজেলাধীন নতুন বাজার সিএনজি স্টেশন সংলগ্ন কাপ্তাই- চট্টগ্রাম সড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা দোকান ও স্থাপনা সরানোর নির্দেশ দিয়েছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন। 

সোমবার (১০ জুন) তিনি ওই এলাকায় গিয়ে অবৈধ দোকান ও স্থাপনা সরানোর নির্দেশ দেয়। এ সময় কাপ্তাই পুলিশ ফাঁড়ির সদস্য এবং নতুন বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

ইউএনও মোঃ মহিউদ্দিন গণমাধ্যম কর্মীদের বলেন, পর্যটন শহর কাপ্তাই নতুন বাজারের প্রবেশমুখে সড়কের পাশে অবৈধভাবে অনেক দোকান ও স্থাপনা গড়ে উঠেছে। ফলে রাস্তায় যানজটের পাশাপাশি সৌন্দর্যহানি ঘটছে। ওইদুন সরেজমিন নতুন বাজার গিয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দকে নিয়ে অবৈধভাবে গড়ে উঠা দোকান ও স্থাপনা গুলোকে সরাতে বলেছি। পরবর্তীতে উচ্ছেদ অভিযান পরিচালনা সহ জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন ।

জনপ্রিয়