রাঙামাটি । শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১১ শ্রাবণ ১৪৩১

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১১:৫৭, ১১ জুন ২০২৪

নানিয়ারচরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল আরো ৪ ভূমিহীন পরিবার

নানিয়ারচরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল আরো ৪ ভূমিহীন পরিবার
নানিয়ারচরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল আরো ৪ ভূমিহীন পরিবার।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাঙামাটির নানিয়ারচরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছে আরো ৪টি ভূমিহীন পরিবার।

‘ক’ শ্রেণির আওতায় সারাদেশে মোট ১৮ হাজার ৫৬৬টি পরিবার ঘর পেলো আজ। ঘর প্রতি বরাদ্দ রয়েছে ৩ লাখ ৩ হাজার টাকা। নানিয়ারচরে মোট ৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল ঘর।

মঙ্গলবার (১১ জুন) প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স এ উদ্বোধন শেষে এসব তথ্য জানিয়েছেন নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার আমিমুল এহসান খান।

তিনি আরো জানান, মুজিববর্ষে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’; সেই ঘোষণা বাস্তবায়নে ২ শতাংশ খাস জমির বন্দোবস্ত দেওয়াসহ নানিয়ারচর উপজেলার ৪টি গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর দেওয়া ঘরের চাবি ও খাসজমির বন্দোবস্ত বুঝিয়ে দেয়া উপলক্ষে নানিয়ারচর উপজেলা অডিটোরিয়াম কক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স এর আয়োজন করা হয়।

নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার আমিমুল এহসান খান সভাপতিত্বে এ সময় নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সুপ্তশ্রী সাহা, নানিয়ারচর উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকবৃন্দ, ইউপি সদস্যাবৃন্দ, সুবিধাভোগী উপজেলার ৪টি পরিবারের সদস্য প্রমুখ।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়