রাঙামাটি । শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১১ শ্রাবণ ১৪৩১

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৪:৪০, ১১ জুন ২০২৪

বাঘাইছড়িতে প্রধানমন্ত্রীর উপহার নতুন ঘর পেলেন ৪২২ ভূমিহীন পরিবার

বাঘাইছড়িতে প্রধানমন্ত্রীর উপহার নতুন ঘর পেলেন ৪২২ ভূমিহীন পরিবার

সরকারী আশ্রয়ন প্রকল্পের আওতায় পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে বাঘাইছড়ি উপজেলায় আরো ৪২২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপহার নতুন ঘর।

মঙ্গলবার (১১ জুন) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভার্চুয়াল উদ্বোধন শেষে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপকার ভোগীদের মাঝে এই উপহার প্রদান করা হয়।

এ সময় বাঘাইছড়ি পৌরসভার মেয়র মোঃ জমির হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত দৌস মোহাম্মদ ও প্রেস ক্লাব সভাপতি দীলিপ দাশসহ সরকারী কর্মকর্তাগণ।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়