রাঙামাটি । শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১১ শ্রাবণ ১৪৩১

লংগদু (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৪:৫৪, ১১ জুন ২০২৪

নানিয়ারচরে সেনাবাহিনীর শিক্ষা সহায়ক সামগ্রী প্রদান

নানিয়ারচরে সেনাবাহিনীর শিক্ষা সহায়ক সামগ্রী প্রদান

রাঙামাটির নানিয়ারচর জোন (১০ বীর) এর সার্বিক তত্ত্বাবধানে ''সম্প্রীতি ও উন্নয়ন" প্রকল্পের আওতায় নানিয়ারচর জোনের আওতাধীন বগাছড়ি আল আমিন জুনিয়র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) সকালে উপজেলার বগাছড়ি আল আমিন জুনিয়র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী (স্কুল ব্যাগ, খাতা, কলম, পেন্সিল, রাবার ও পেন্সিল বক্স) এসব বিতরণের উদ্বোধন করেন নানিয়ারচর জোন কমান্ডার বিএ-৭৫৯৭ লেঃ কর্ণেল  তামজিদুর রহমান চৌধুরী, পিএসসি।

উদ্বোধন সময়ে বক্তব্য রেখে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন দায়িত্বপূর্ণ এলাকায় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং হতদরিদ্র জনগণের মাঝে এমন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়