আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
দেশের দ্বিতীয় বৃহত্তর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে টানা চারদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল থেকে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, ঈদুল আজহা উপলক্ষে গত ১৬ জুন থেকে ১৯ জুন পর্যন্ত টানা চারদিন এ বন্দর দিয়ে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়। বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদের চিঠির মাধ্যমে জানানো হয়েছে। বন্ধ শেষে আজ সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম চালু হয়েছে।
আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন ইনচার্জ মোহাম্মদ খায়রুল আলম বলেন, ঈদুল আজহা উপলক্ষে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম চারদিন বন্ধ থাকলেও উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।