রাঙামাটি । শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১১ শ্রাবণ ১৪৩১

ধর্ম ডেস্ক-

প্রকাশিত: ১২:০৬, ৩ জুন ২০২৪

সৌদি আরবে পৌঁছেছেন ৫৬৫৫৯ জন হজযাত্রী

সৌদি আরবে পৌঁছেছেন ৫৬৫৫৯ জন হজযাত্রী
সংগৃহীত ছবি

এ বছরের হজ মৌসুমে পবিত্র হজ পালন করার জন্য এখন পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৫৬ হাজার ৫৫৯ জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৫২ হাজার ৮১২ জন।

সোমবার হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়, মোট ১৪৫টি ফ্লাইটে ৫৬ হাজার ৫৫৯ জন হজযাত্রী সৌদিতে পৌঁছান। সরকারি-বেসরকারি মিলিয়ে শতভাগ ভিসা ইস্যু হয়েছে।

তথ্যমতে, ১৪৫টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৪টি, সৌদি এয়ারলাইনসের ৪৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৫টি ফ্লাইট পরিচালনা করেছে। গতকাল পর্যন্ত মোট ফ্লাইটের ৬৮ দশমিক ১ শতাংশ ফ্লাইট আর মোট হাজযাত্রীদের মধ্যে ৬৭ শতাংশ সৌদি পৌঁছেছেন।

এদিকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৯ জন মারা গেছেন। সর্বশেষ ৩১ মে নুরুল আলম নামে একজন হজযাত্রী মক্কায় মারা যান। এ নিয়ে চলতি বছরের মারা যাওয়াদের মধ্যে মক্কায় ৭ জন এবং মদিনায় ২ জন। চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি হিসেবে গত ১৫ মে মো. আসাদুজ্জামান নামে এক হজযাত্রী মারা যান।

এর আগে, গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। হজের শেষ ফ্লাইট যাবে ১২ জুন।

জনপ্রিয়