রাঙামাটি । শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১১ শ্রাবণ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১০:১৯, ১ জুলাই ২০২৪

দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলি শাস্তি হতে পারে না: আব্দুল মোমেন

দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলি শাস্তি হতে পারে না: আব্দুল মোমেন

দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের এক দফতর থেকে আরেক দফতরে বদলি কোনো কার্যকরী শাস্তি হতে পারে না বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তির সব সম্পদ বাজেয়াপ্ত করে নিলামে বিক্রি করে দেওয়া দরকার।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা লেখেন আব্দুল মোমেন।

তিনি লেখেন, দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তির সম্পদের সঠিক হিসাব বের করতে হবে। অবশ্যই তাকে দ্রুত চাকরিচ্যুত করতে হবে। বদলি শাস্তি হতে পারে না।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরো লিখেছেন, মনে রাখতে হবে সরকারি চাকরিজীবীর সবচেয়ে বড় হাতিয়ার ও সম্পদ হচ্ছে তার চাকরি। দুর্নীতিপরায়ণরা জনগণের শত্রু, দেশের শত্রু।

জনপ্রিয়