এশিয়া কাপ-২০২৩
থেমেছে বৃষ্টি, যত ওভারে হবে ভারত-পাকিস্তান ম্যাচ

কলম্বোতে থেমেছে বৃষ্টি। এখন চলছে মাঠ প্রস্তুতের কাজ। বৃষ্টি আর না নামলে বাংলাদেশ সময় বিকেল ৫টা ১০ মিনিটে মাঠে গড়াবে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি।
বৃষ্টির কারণে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচটি মাঠে গড়ায় রিজার্ভ ডে’তে। তবে সোমবারও সকাল থেকে বৃষ্টি হচ্ছিল কলম্বোতে। এ কারণে নির্ধারিত সময়ে পাক-ভারতের বাকি অংশের ম্যাচটি শুরু হতে বিলম্ব হয়। তবে বৃষ্টি থামতেই নতুন সিদ্ধান্ত জানিয়েছে ম্যাচ অফিসিয়ালরা।
নির্ধারিত সময়ের ঘন্টা দেড়েক পর শুরু হচ্ছে খেলা। এতে অবশ্য ম্যাচের কোনো ওভার কাটা হচ্ছে না। তাই রোববার যেখান থেকে খেলা শেষ হয়েছিল, সেখান থেকেই ব্যাটিংয়ে নামবেন কোহলি-রাহুলরা।
এরপর বৃষ্টি না হলে পাকিস্তানও রান তাড়া করার জন্য পূর্ণ ৫০ ওভার হাতে পাবে। যদি বৃষ্টির কারণে রিজার্ভ ডেতেও ম্যাচের ফলাফল ঘোষণা করা না যায়, তাহলে তা বাতিল হয়ে যাবে এবং উভয় দলই এক পয়েন্ট করে পাবে।
এর আগে রোববার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ২৪.১ ওভারে দুই উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে ভারত। এদিন ব্যাট হাতে বিরাট কোহলি ৮ ও ১৭ রান সংগ্রহ করেছিলেন লোকেশ রাহুল। তবে বৃষ্টি বাগড়ায় ম্যাচটি বন্ধ ছিল।