রাঙামাটি । শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১১ শ্রাবণ ১৪৩১

খেলা ডেস্ক-

প্রকাশিত: ০৯:৩৩, ৯ জুন ২০২৪

আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

লজ্জার রেকর্ড গড়ে হারল উগান্ডা

লজ্জার রেকর্ড গড়ে হারল উগান্ডা
সংগৃহীত ছবি

ক’দিন আগেই বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল আফ্রিকার দেশ উগান্ডা। এবার তারা গড়ল লজ্জার রেকর্ড।

নবম টি-২০ বিশ্বকাপের ১৮তম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল উগান্ডা। যেখানে ক্যারিবীয়দের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় অল্পতেই গুটিয়ে গেছে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা দলটি।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান করেছে উইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ১২ ওভারে ৩৯ রানেই গুটিয়ে গেছে উগান্ডা। ক্যারিবীয়দের জয় ১৩৪ রানে।

বিশ্বকাপের সহ-আয়োজকদের কাছে অল্পতে গুটিয়ে গিয়ে লজ্জার রেকর্ড গড়েছে উগান্ডা। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে দলীয় সর্বনিম্ন সংগ্রহের তালিকায় শীর্ষ দুইয়ে জায়গা পেয়েছে দলটি।

এর আগে ২০১৪ সালে চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে ৩৯ রানে গুটিয়ে গিয়েছিল নেদারল্যান্ডস। এবার তাদের পাশে বসল উগান্ডা।

জনপ্রিয়