রাঙামাটি । বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ , ১১ আশ্বিন ১৪৩০

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৩:৩২, ২৩ আগস্ট ২০২৩

আপডেট: ১৩:৩৪, ২৩ আগস্ট ২০২৩

রাঙামাটিতে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু

রাঙামাটিতে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু

সারাদেশের ন্যায় রাঙামাটিতেও নিম্ন আয়ের পরিবারের মধ্যে সরকারের ভর্তুকী মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) সকালে রাঙামাটি সদর উপজেলার কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। আজ রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের ১ হাজার ৫০ কার্ডধারী পরিবার এসব পণ্য পাবে।

রাঙামাটি শিশু পার্ক এলাকায় টিসিবি পণ্য কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, রাঙামাটি টিসিবি ডিলার ঝিল্লুল মজুমদারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাঙামাটি সদর উপজেলায় সাড়ে ৫ হাজার পরিবারকে এই পণ্যের আওতায় নিয়ে আসা হয়েছে। প্রতিটি পরিবার ৪৭০ টাকা দামে ২ লিটার তেল, ২ কেজি ডাল, ৫ কেজি চাল কিনতে পারছে।

সম্পর্কিত বিষয়: