রাঙামাটি । মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ , ৬ কার্তিক ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৪:৪২, ২৭ আগস্ট ২০২৩

আপডেট: ১৪:৪২, ২৭ আগস্ট ২০২৩

বর্তমান সরকার সব সম্প্রদায়ের কল্যাণে নিরলসভাবে কাজ করছে: দীপংকর তালুকদার

বর্তমান সরকার সব সম্প্রদায়ের কল্যাণে নিরলসভাবে কাজ করছে: দীপংকর তালুকদার

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার পার্বত্য চট্টগ্রামে বসবারত সকল সম্প্রদায়ের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাহাড়ের মানুষকে ভালবাসেন বলেই সমতলের মতো পার্বত্য চট্টগ্রামেও সমভাবে প্রতিটি সেক্টরে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

রবিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ত্রিপুরা জনগোষ্ঠীর কল্যাণে শহরের গর্জনতলীতে ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন ও ছাত্রাবাসের ভিত্তিপ্রস্থর উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি বিদ্যুৎ শংকর ত্রিপুরা এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্যামল কান্তি ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, জেলা আওয়ামী লীগ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, জেলা আওয়ামী লীগ সদস্য আশীষ কুমার চাকমা নব, মো: আবু তৈয়ব, জেলা যুবলীগ যুগ্ম সম্পাদক মনসুর আহম্মেদ মান্না, সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক নতুন কুমার ত্রিপুরা, পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো: জামাল উদ্দিন প্রমুখ।

জেলা পরিষদের অর্থায়নে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন ও ছাত্রাবাস নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়