রাঙামাটি । শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১১ শ্রাবণ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:৩৭, ১৮ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৬:৩৮, ১৮ সেপ্টেম্বর ২০২৩

রাঙামাটিতে আলু, পেঁয়াজ ও ডিমের দাম বেশি নেয়ায় ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

রাঙামাটিতে আলু, পেঁয়াজ ও ডিমের দাম বেশি নেয়ায় ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

রাঙামাটির বাজারে সরকার নির্ধারিত দামে আলু, পেঁয়াজ ও ডিম বিক্রয় হচ্ছে কিনা তা তদারকিতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটি শহরের বনরুপা, রিজার্ভ বাজারে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজন কুমার জোয়ার্দারের নেতৃত্বে জেলা প্রশাসন ও পুলিশের একটি টিম এই অভিযান পরিচালনা করেন।

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে আলু, পেঁয়াজ ও ডিমের দাম বেশি নেওয়ায় শহরের রিজার্ভ বাজার ও বনরুপা বাজারের ৮টি প্রতিষ্ঠানকে সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। যাতে কোন দোকানী সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এসব দ্রব্য বিক্রয় না করে সে ব্যাপারে সতর্কও করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজন কুমার জোয়ার্দার জানান, সরকার নির্ধারিত দামের চেয়ে যাতে কেউ বেশি দামে আলু, পেঁয়াজ, ডিম বিক্রয় করতে না পারে সেজন্য জেলা প্রশাসন নিয়মিত বাজার তদারকি করছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।

জনপ্রিয়