রাঙামাটি । মঙ্গলবার, ২১ মে ২০২৪ , ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ

প্রকাশিত: ১৬:৪৫, ৩০ এপ্রিল ২০২৪

দুই চালক সমিতির দ্বন্দ্ব

​​​​​​​রাঙামাটি থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী অটোরিকশা চলাচল বন্ধ

​​​​​​​রাঙামাটি থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী অটোরিকশা চলাচল বন্ধ

রাঙামাটি ও রাঙ্গুনিয়া রানীরহাটে দুই চালক সমিতির দ্বন্দ্বে রাঙামাটি থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী অটোরিকশা চলাচল বন্ধ করে দিয়েছে রাঙামাটি অটোরিকশা চালকরা।

রাঙামাটির চালকদের মারধরের প্রতিবাদে মঙ্গলবার দুপুরের পর থেকে রাঙামাটির মানিকছড়ি এলাকায় রাঙামাটি-চট্টগ্রাম সড়কে রাঙামাটির চালকরা সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ করে দেয়। এ সময় চট্টগ্রাম থেকে আসা সকল যাত্রীবাহী সিএনজি অটোরিকশা থেকে যাত্রীদের নামিয়ে ফেরত পাঠিয়ে দেয়।

রাঙামাটির সিএনজি অটোরিকশা চালকরা অভিযোগ করে বলেন, বিগত কয়েকদিন ধরে চট্টগ্রামের রানীরহাট এলাকায় রাঙামাটির অটোরিকশা চালকদের আটকিয়ে মারধর করেছে রানীরহাটের অটোরিকশা চালকরা।

আজ মঙ্গলবার সকালে থেকে ১৫/২০ জন চালককে রানীরহাট আটকিয়ে মারধর করেছে বলে অভিযোগ তাদের। দ্রুত অপরাধীদের বিচার দাবি করেন চালকরা।

এদিকে, রাঙ্গুনিয়া-রানীরহাট সিএনজি সমিতির সভাপতির সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ