রাঙামাটি । বুধবার, ০৯ অক্টোবর ২০২৪ , ২৩ আশ্বিন ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ

প্রকাশিত: ১৪:৫৪, ১৩ মে ২০২৪

৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন

​​​​​​​তৃতীয় ধাপে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

​​​​​​​তৃতীয় ধাপে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ (৩য় পর্যায়) উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

সোমবার (১৩ মে) সকালে রাঙামাটি জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং অফিসার মোহাম্মদ সাখাওয়াত হোসেন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ প্রদান করেন। এ সময় নানিয়ারচর, লংগদু ও বাঘাইছড়ি উপজেলার সহকারী রিটার্নিং অফিসারগণ উপস্থিত ছিলেন।

এ সময় বাঘাইছড়ি উপজেলা, লংগদু উপজেলা ও নানিয়ারচর উপজেলার প্রার্থীরা স্ব স্ব প্রতীক বুঝে নেন।

নির্বাচন অফিসের তথ্য মতে, লংগদু উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ৪ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২ জন। বাঘাইছড়ি উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ২ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২ জন। নানিয়ারচর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ৪ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ২ জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২ জন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়