রাঙামাটি । শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১১ শ্রাবণ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ

প্রকাশিত: ১৭:০৯, ৬ জুন ২০২৪

রাঙামাটিতে ঈদ-উল-আযহার জামাত সুষ্ঠুভাবে বাস্তবায়নে প্রস্তুতি সভা

রাঙামাটিতে ঈদ-উল-আযহার জামাত সুষ্ঠুভাবে বাস্তবায়নে প্রস্তুতি সভা

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহার জামাত সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম সভার আলোচ্য সূচি ও মন্ত্রণালয় নির্দেশিত সিদ্ধান্তসমূহ উপস্থাপন করেন।

এতে বক্তব্য রাখেন, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ জাহেদুল ইসলাম, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোঃ দিদারুল আলম প্রমুখ।

সভায় পবিত্র ঈদ-উল-আযহার জামাত সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। তথ্য অফিস থেকে মাইকিং করা ও গুরুত্বপূর্ণ স্থানে আলোকসজ্জা করারও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় পৌরসভার কাউন্সিলর, বিভিন্ন মসজিদের ইমাম ও স্বেচ্ছাসেবি সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়