রাঙামাটি । মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ , ৬ কার্তিক ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ

প্রকাশিত: ১৫:৪৬, ৮ জুলাই ২০২৪

রাঙামাটিতে হিজরি নববর্ষের আলোচনা সভা

​​​​​​​রাষ্ট্রীয়ভাবে হিজরি নববর্ষ উদযাপনের দাবি

রাঙামাটিতে হিজরি নববর্ষের আলোচনা সভা

হিজরি নববর্ষ রাষ্ট্রীয়ভাবে উদযাপনে সরকারের প্রতি দাবি জানিয়ে রাঙামাটিতে হিজরি বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে।

১৪৪৬ হিজরি সনের নববর্ষের আলোচনা সভায় বক্তারা বলেন, রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ দিবস এবং ইসলামের সকল অনুষ্ঠানাদি হিজরি সালকে কেন্দ্র করেই বিশ্বব্যাপী পালন করা হয়ে থাকে। রাষ্ট্রীয়ভাবে হিজরি নববর্ষ পালনের দাবি জানান বক্তারা।

রাঙামাটি হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে সোমবার সকালে রাঙামাটি প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা ও মিলাদ মাহফিল সভা অনুষ্ঠিত হয়।

রাঙামাটি হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আহবায়ক আলহাজ্ব এম এ মুস্তফা হেজাজীর সভাপতিত্বে ও সদস্য সচিব ইয়াছিন রানা সোহেলের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ ইকবাল হোসেন।

প্রধান বক্তা ছিলেন, শহিদ হালিম লিয়াকত স্মৃতি সংসদের চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আখতার হোসেন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা গাউসিয়া কমিটির সহ-সভাপতি হাজী জানে আলম সওদাগর, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনি চৌধুরী, সুন্নী ওলামা পরিষদের সভাপতি মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক সৈয়দ আল মাসুদ, মাওলানা মোজাহেরুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে মিলাদ কিয়াম ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জনপ্রিয়