আগামীকাল খাগড়াছড়িতে হরতালের ডাক রাসেল মুক্তি পরিষদের

খাগড়াছড়িতে অপহৃত ব্যবসায়ী রাসেলের মুক্তির দাবিতে আগামীকাল ২১ নভেম্বর সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করেছে রাসেল মুক্তি পরিষদ।
হরতালের সমর্থনে সোমবার (২০ নভেম্বর) সকাল ১১টায় পার্বত্য গণপরিষদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি পান খাইয়া পাড়া সড়ক থেকে শুরু হয়ে পৌর শাপলা চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ করে। সড়ক অবরোধ করে, আধা ঘন্টাব্যাপী এই সমাবেশ চলে।
সমাবেশে বক্তারা দীর্ঘ এগার দিনেও রাসেলকে মুক্তি না দেওয়ায় আগামীকাল ২১ নভেম্বর মঙ্গলবার খাগড়াছড়ি জেলায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল ঘোষণা করেছে।
সমাবেশে বক্তব্য রাখেন, পার্বত্য গণপরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পোর কাউন্সিলর ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, সাবেক কাউন্সিলর ও গণপরিষদের জেলা কমিটির সদস্য সচিব মাসুদ রানা, ছাত্র পরিষদের নেতা সুমন ও রাসেলের বাবা মনির।
বক্তারা হরতাল সফল করার জন্য ব্যবসায়ীসহ সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর বাগানের গাছ দেখতে গিয়ে নয়মাইল এলাকা থেকে অপহৃত হয় ব্যবসায়ী রাসেল।