রাঙামাটি । শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩ , ২৪ অগ্রাহায়ণ ১৪৩০

রাঙামাটি (বাঘাইছড়ি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৪:৫৮, ১৫ নভেম্বর ২০২৩

আপডেট: ২১:১৯, ১৫ নভেম্বর ২০২৩

জীবিতের চেয়ে মৃত তিলোকানন্দ মহাথের ভান্তে আরো বেশী শক্তিশালী : এমপি দীপংকর

জীবিতের চেয়ে মৃত তিলোকানন্দ মহাথের ভান্তে আরো বেশী শক্তিশালী : এমপি দীপংকর
ছবিঃ আলোকিত রাঙ্গামাটি

জীবিত তিলোকানন্দ মহাথের ভান্তের চেয়ে মৃত তিলোকানন্দ মহাথের ভান্তে আরো অধিক পরিমাণে শক্তিশালী বলে মন্তব্য করেছেন রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।

বুধবার (১৫ নভেম্বর) সকালে ভান্তের মরদেহ পেটিকাবদ্বকরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই মন্তব্য করেন। এ সময় সংসদ সদস্য দীপংকর তালুকদার বনবিহারে ভিক্ষু নিবাস ভবন, সড়ক ও গার্ডওয়াল তৈরি করার প্রতিশ্রুতি প্রদান করেন।

বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের কাচালং শিশু সদনের প্রতিষ্ঠাতা ও মগবান শাক্যমনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত তিলোকানন্দ মহাথের মহোদয়ের মরদেহ সংরক্ষণের জন্য প্রস্তুত করা হয়েছে। ভান্তের মরদেহ সংরক্ষণ এর লক্ষে পেটিকাবদ্ব করার আনুষ্ঠানিকতা  বুধবার সকাল থেকে রুপকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শুরু হয়েছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় রীতি অনুযায়ী দিনব্যাপী সকল আনুষ্ঠানিকতা শেষে ভান্তের মরদেহটি পেটিকাবদ্ধ করা হয়।


ভান্তের মরদেহ পেটিকাবদ্ব করার বিষয়ে কাচালং শিশু সদনের সিনিয়র ভান্তে সত্যজ্যোতি চাকমা বলেন, দেশ-বিদেশে ভান্তের ভক্তবৃন্দদের জন্য মরদেহটি ১ বছর সংরক্ষণ করা হবে।

অনুষ্ঠানে রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার, উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমাসহ আনুমানিক ২০ হাজার ভক্ত অনুরাগী উপস্থিত ছিলেন।

বর্ষিয়ান এই ধর্মীয় গুরু চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম হতে নিজ বিহারে যাওয়ার পথে গত ২ নভেম্বর বৃহস্পতিবার রাত ১১.৫৫ মিনিটে ৮৬ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে মহাপ্রয়াণে শায়িত হন। শ্রদ্ধেয় ভান্তে দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস ও কিডনিসহ নানা জটিল রোগে ভুগছিলেন।

তিনি পার্বত্য ভিক্ষু সংঘের ৪র্থ সংঘরাজ, এটিএন বাংলা ও ইউনিলিভার বাংলাদেশ কর্তৃক সাদা মনের মানুষ উপাধি প্রাপ্ত, মায়ানমার সরকার কর্তৃক “অগ্রমহাপন্ডিত” এ ভূষিত হন।

তিনি অনাথ ও অসহায়দের সহায়ক ছিলেন। পরম পূজনীয় ভান্তে মহাপ্রয়াণের আগ পর্যন্ত ধর্ম প্রচারের পাশাপাশি মানবসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। ওনার মৃত্যুতে বাঘাইছড়ি একটি উজ্জ্বল নক্ষত্রকে হারালো। ওনার মৃত্যুতে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষ শোক জানিয়েছেন।

সম্পর্কিত বিষয়: