রাঙামাটি । শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩ , ২৪ অগ্রাহায়ণ ১৪৩০

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ

প্রকাশিত: ১৮:২১, ২০ নভেম্বর ২০২৩

রাঙামাটিতে দুই দিনব্যাপী আয়কর মেলা শুরু

রাঙামাটিতে দুই দিনব্যাপী আয়কর মেলা শুরু

মেলার আদলে পার্বত্য জেলা রাঙামাটিতে আয়কর রিটার্ন গ্রহণের দুই দিনব্যাপী কার্যক্রমে শুরু হয়েছে।

সোমবার সকালে রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সম্মেলন কক্ষে এই আয়কর জমা প্রদান করা যাচ্ছে। যা আগমাী ২১ নভেম্বর পর্যন্ত দেয়া যাবে। আয়কর জমা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কর কমিশনার মো. আমিনুল ইসলাম, কর পরিদর্শক মো. আজগর আলীসহ চেম্বারের নেতৃবৃন্দ

 উদ্বোধন অনুষ্ঠান শেষে চেম্বারের সভাপতি আব্দুল ওয়াদুদ বলেন, জনগণের ট্যাক্সের টাকায় সরকারি কর্তাদের বেতন হয়। দেশের উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হয়। পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল কিংবা মেট্রোরেলের মতো প্রত্যেকটি উন্নয়ন প্রকল্প জনগণের ট্যাক্সের টাকায় বাস্তবায়িত হয়েছে। এটি আমাদের জন্য গর্বের। আমরা সবাই মিলে কর দিলে দেশ এগিয়ে যাবে। দেশে আরও বড় বড় উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করা যাবে।