আইসিসি ওয়ানডে বিশ্বকাপ- ২০২৩
ফিফটির কাছে গিয়ে আউট রোহিত

জমজমাট এক আসর সমাপ্তির পথে। ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে আহমেদাবাদের বাইশ গজে মুখোমুখি অস্ট্রেলিয়া ও স্বাগতিক ভারত। এমন ম্যাচে পাওয়ার প্লে-র শেষ ওভারে উইকেট হারিয়েছে দলটি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১০ ওভারে দুই উইকেটে ৮০ রান।
বিশ্বমঞ্চে আজ ষষ্ঠ ট্রফির লড়াইয়ে নেমেছে অস্ট্রেলিয়া। এ অবস্থায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অজি দলপতি প্যাট কামিন্স। ভারতের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রোহিত শর্মা ও শুভমান গিল।
তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে প্রথম ৪ ওভার ভালোই কাটে ভারতের। দুই ওপেনার এ সময় যোগ করেন ৩০ রান। পঞ্চম ওভারে প্রথম আঘাত হানে অস্ট্রেলিয়া। মিচেল স্টার্কের বলে মাত্র ৪ রানে আউট হন গিল।
শুরুতে উইকেট হারালেও আক্রমণাত্মক মনোভাব থেকে সরে আসেনি ভারত। রোহিত শর্মা ও বিরাট কোহলি দলকে রান রেট ঠিক রেখে এগিয়ে নিতে থাকেন।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়া একাদশ: ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেনে, গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংলিশ, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।