রাঙামাটি । বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ , ১৮ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১০:৫৪, ২৫ জুলাই ২০২১

আরো ৫০০ বেড যোগ হচ্ছে ডিএনসিসি কোভিড হাসপাতালে

আরো ৫০০ বেড যোগ হচ্ছে ডিএনসিসি কোভিড হাসপাতালে

ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতাল


ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মালিকানাধীন ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতালে আরো ৫০০ বেড বাড়ানো হচ্ছে।

শনিবার হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

হাসপাতালের পরিচালক বলেন, সারাদেশে করোনা সংক্রমণের হার বাড়ছে। এতে বিগত সময়ের চেয়ে এখন হাসপাতালে রোগীদের চাপ কিছুটা বেড়েছে। আমাদের এখানেও রোগী ভর্তি এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে।

তিনি বলেন, হাসপাতালটিতে ৫০০ জেনারেল বেড আছে, সেখানে রোগীরা অক্সিজেনের আওতায় নেই। সেগুলোতে সিলিন্ডারের ব্যবস্থা করা হবে। এছাড়া নতুন করে আরো ৫০০ বেড তৈরির কাজ শুরু হচ্ছে। সেগুলো সেন্ট্রাল অক্সিজেনের আওতায় থাকবে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়