রাঙামাটি । শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ , ১০ কার্তিক ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ০৯:২৭, ২১ জুন ২০২৪

গভীর রাতে পাহাড় ধসে ঘুমন্ত স্বামী-স্ত্রীর মৃত্যু

গভীর রাতে পাহাড় ধসে ঘুমন্ত স্বামী-স্ত্রীর মৃত্যু
সংগৃহীত ছবি

কক্সবাজারের সদর উপজেলায় গভীর রাতে পাহাড় ধসে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পুলিশ লাইন বাদশা ঘোনা এলাকার কেন্দ্রীয় মসজিদের মোয়াজ্জেম আনোয়ার হোসেন ও তার সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মাইমুনা আক্তার।

ঝিলংঝা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান বলেন, ভারী বৃষ্টির মধ্যে রাত ৩টার দিকে পাহাড় ধসে  ঘুমন্ত অবস্থায় মাটি চাপা পড়েন আনোয়ার ও তার স্ত্রী। পরে স্থানীয়রা মাটি সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুজ্জামান।

তিনি বলেন, রাতে ভারী বৃষ্টিপাত হওয়ায় পাহাড় ধসে এক দম্পতির মৃত্যু হয়েছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জনপ্রিয়