রোয়াংছড়িতে খাল পার হতে গিয়ে মা নিখোঁজ, মিলল মেয়ের লাশ

বান্দরবানের রোয়াংছড়িতে তৈছাখাল পার হওয়ার সময় পাহাড়ি ঢলে মা ও মেয়ে ভেসে গেছেন। পরে স্থানীয়রা মেয়ের লাশ উদ্ধার করতে পারলেও এখনো নিখোঁজ রয়েছেন মা মাহ্লা খেয়াং।
বৃহস্পতিবার বিকেলে রোয়াংছড়ির নোয়াপতং ইউনিয়নের তৈছাখাল পারাপারের সময় এ ঘটনা ঘটে। মৃত ১৬ বছরের মানু খেয়াং রোয়াংছড়ির নোয়াপতং ইউনিয়নের ক্রংলাই পাড়ার বাসিন্দা।
স্থানীয়রা জানান, বিকেলে ওই ইউনিয়নের ক্রংলাং পাড়ার বাসিন্দা মাহ্লা খেয়াং ও তার মেয়ে মানু খেয়াং জুমের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে তৈছাখাল পারের সময় পাহাড়ি ঢলে ভেসে যান। পরে মেয়ের লাশ পেলেও মাকে না পেয়ে সন্ধ্যায় বিষয়টি পুলিশকে জানান স্থানীয়রা।
নোয়াপতং ইউনিয়নের চেয়ারম্যান চনুমং মার্মা বলেন, জুম থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে খাল পারের সময় পানির স্রোতে মা ও মেয়ে ভেসে যায়। পরে স্থানীয়রা মেয়ের লাশ উদ্ধার করতে পারলেও এখনো নিখোঁজ রয়েছেন মা।
রোয়াংছড়ি থানার ওসি আব্দুল মান্নান বলেন, পাহাড়ি ঢলে মা-মেয়ে ভেসে যাওয়ার খবর পেয়েছি। মেয়ের লাশ উদ্ধার হয়েছে। নিখোঁজ মাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।