রাঙামাটি । রোববার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৪ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

বান্দরবানের রুমায় জঙ্গল থেকে গুলিবিদ্ধ ২ মরদেহ উদ্ধারকাঁচালং নদীতে নিখোঁজের ১৬ ঘন্টা পর শিক্ষার্থী জয়ন্তী চাকমার মরদেহ উদ্ধারসেনাবাহিনীকে জড়িয়ে আবারও ‘হিল ভয়েসের অপপ্রচার’পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১১:৫২, ৩ সেপ্টেম্বর ২০২০

অনলাইনে শ্রেণি পাঠদানের জন্য প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে আলোচনা সভা

অনলাইনে শ্রেণি পাঠদানের জন্য প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে আলোচনা সভা

।। ওমর ফারুক মুছা, লংগদু ।। সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইনের মাধ্যমে শ্রেণি পাঠদান অব্যাহত রাখার লক্ষে রাঙামাটির লংগদু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন এতে সভাপতিত্ব করেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাকসুদুর রহমান, একাডেমিক সুপারভাইজার মোঃ শওকত আককর, লংগদু সরকারী মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল্লাহ, গাঁথাছড়া বায়তুশ শরফ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফোরকান আহম্মদ প্রমুখ। এসময় সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

সভায় কোভিড-১৯ বা করোনা মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্ববধানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যাবস্থাপনায় অনলাইন ক্লাশ চালু রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এছাড়াও মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক (১) সংসদ বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত শ্রেণি কার্যক্রমের সময়ের সঙ্গে সমম্বয় করে অনলাইন শ্রেণি কার্যক্রম পরিচালনা কতে হবে। (২) বিদ্যালয়ের শিক্ষকগণ কর্তৃক পরিচালিত মানসম্মত ক্লাশসমূহ ইউটিউব এ আপলোড করে ভিডিও'র লিংকটি মউশি'র [email protected] এই মেইলে প্রেরণ করতে হবে। (৩) প্রতি মাসের ০৩ তারিখের মধ্যে বিশেষ 'ছক' অনুসরণপূর্বক পূর্ববর্তী মাসের অনলাইন ক্লাশের তথ্য প্রতিষ্ঠান কর্তৃক উপজেলা শিক্ষা অফিসে প্রেরণ করতে হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তার আওতাধীন বিদ্যালয়ের অনলাইন ক্লাশের তথ্য ৬ তারিখের মধ্যে এবং আঞ্চলিক উপ-পরিচালক ১৫ তারিখের মধ্যে ই-মেইল [email protected] মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করতে হবে বলে সভায় অবিহিত করা হয়।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়