রাঙামাটি । রোববার, ১০ ডিসেম্বর ২০২৩ , ২৫ অগ্রাহায়ণ ১৪৩০

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৪:২৫, ১০ নভেম্বর ২০২৩

কাউখালীতে জিপ উল্টে নিহত ১, আহত ৬

কাউখালীতে জিপ উল্টে নিহত ১, আহত ৬

রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের বেতছড়ি গুচ্ছগ্রাম এলাকায় জিপ গাড়ি উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। আজ মধ্যেরাত সাড়ে ১২টা দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিপুল চাকমা (১৭) উপজেলার ঘাগড়া ইউনিয়নের পানছড়ি এলাকার নিবারন চাকমার ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে কাউখালী উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ পারভেজ বলেন, ঘাগড়া স্বধর্ম বৌদ্ধ বিহারের চীবর দান থেকে ফেরার পথে আনুমানিক মধ্যেরাত সাড়ে ১২টা দিকে বেতছড়ি (গুচ্ছগ্রাম) এলাকায় পৌঁছলে জিপ গাড়িটি দুর্ঘটনা কবলে পড়ে। আহতদেরকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক বিপুল চাকমাকে মৃত ঘোষণা করে।

দুর্ঘটনায় আহতরা হলেন- শুভ চাকমা (১৮), সুলক্ষণ চাকমা (১৮), সুজন চাকমা (১৯), সোহেল চাকমা (১৪), নোবেল চাকমা (২২), অরবিন্দু চাকমা (৩২)।

আহত শুভ চাকমা বলেন, ঘাগড়া স্বধর্ম বৌদ্ধ বিহার চীবর দান থেকে ফেরার পথে বেতছড়ি (গুচ্ছগ্রাম) এলাকায় পৌঁছলে আমাদের গাড়িটি উল্টে যায় এবং গাড়ির নিচে দু’জন পড়ে যায়। তার মধ্যে বিপুল চাকমা নামে একজন মৃত্যুবরণ করে। তাদের সবার বাড়ি ঘাগড়া ইউনিয়নের পানছড়ি এলাকার বলে জানা গেছে।

সম্পর্কিত বিষয়: