রাঙামাটি । শনিবার, ০৪ মে ২০২৪ , ২০ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্কঃ-

প্রকাশিত: ১৬:৩৩, ৪ অক্টোবর ২০২৩

ডেঙ্গুর টিকা প্রয়োগে নাইট্যাগের সুপারিশ চেয়েছে স্বাস্থ্য অধিদফতর

ডেঙ্গুর টিকা প্রয়োগে নাইট্যাগের সুপারিশ চেয়েছে স্বাস্থ্য অধিদফতর

দেশে ডেঙ্গুর টিকা প্রয়োগ নিয়ে জাতীয় টিকা সংক্রান্ত কারিগরি উপদেষ্টা কমিটির (নাইট্যাগ) পরামর্শ চেয়েছে স্বাস্থ্য অধিদফতর। কমিটির সুপারিশ পেলেই টিকা প্রয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

বুধবার এডিস সার্ভের ফলাফল নিয়ে আয়োজিত এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আহমেদুল কবির।

তিনি বলেন, সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কিউডেঙ্গা টিকা প্রয়োগে ছাড়পত্র দিয়েছে। তবে এক্ষেত্রে একটি বয়সসীমার শর্তও দিয়েছে তারা। কিউডেঙ্গা টিকা নতুন কিছু নয়। তবে এটা যে আইডিয়াল ভ্যাকসিন, তাও বলা যাবে না।

ডা. আহমেদুল কবির বলেন, টিকার বিষয়ে আমরা নাইট্যাগকে বলেছি। ডেঙ্গুর টিকার বিষয়ে সুপারিশ ছাড়া কোনো সিদ্ধান্ত দিতে পারব না। নাইট্যাগ জানিয়েছে, তারা দ্রুত সিদ্ধান্ত জানাবে। তারা পরামর্শ দিলে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব।

জনপ্রিয়