রাঙামাটি । মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১

রাঙামাটি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৪:৫৩, ১৯ আগস্ট ২০২১

পাহাড়ের একটি ঘরও বিদ্যুৎ বিহীন থাকবে না: দীপংকর তালুকদার

পাহাড়ের একটি ঘরও বিদ্যুৎ বিহীন থাকবে না: দীপংকর তালুকদার
ছবিঃ আলোকিত রাঙ্গামাটি

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ- বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়ায় পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকা গুলো আগামীতে আর দুর্গম থাকবেনা বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, ১৯৬০ সালে কাপ্তাই বাঁধ দিয়ে জল বিদ্যুৎ উৎপাদন করে তৎকালীন সরকার বিনামূল্যে বিদ্যুৎ দেয়ার কথা থাকলেও দিতে পারেনি। শেখ হাসিনা ক্ষমতায় আসার সাথে সাথে দুর্গম এলাকায় যেখানে বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না সেখানে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। আগামীতে পাহাড়ের একটি ঘরও বিদ্যুৎ বিহীন থাকবে না বলে তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাঙামাটির বন্দুকভাঙ্গা ইউনিয়ন কমপ্লেক্স ভবনের উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন।

রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আঞ্চলিক পরিষদ সদস্য হাজী মোঃ কামাল উদ্দিন, রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আবু তালেব চৌধুরী, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, রাঙামাটি জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অভয় প্রকাশ চাকমা, সদর উপজেলা প্রকৌশলী রনি সাহা, রাঙামাটি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, টিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর নিশিত বরন তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন বরুন কান্তি চাকমা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক ১কোটি ২৩ লক্ষ টাকা ব্যয়ে এ ভবনের নির্মাণ করেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়