রাঙামাটি । শুক্রবার, ১৭ মে ২০২৪ , ২ জ্যৈষ্ঠ ১৪৩১

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:২৩, ৩০ এপ্রিল ২০২৪

আপডেট: ১৫:২৪, ৩০ এপ্রিল ২০২৪

চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায়

কাপ্তাই সুইডেন পলিটেকনিকে কারিগরি শিক্ষার প্রস্তুতি শীর্ষক সেমিনার

কাপ্তাই সুইডেন পলিটেকনিকে কারিগরি শিক্ষার প্রস্তুতি শীর্ষক সেমিনার

কাপ্তাইয়ের বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) আয়োজনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে "স্মার্ট বাংলাদেশ অর্জন ও চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় কারিগরি শিক্ষার প্রস্তুতি শীর্ষক" এক সেমিনার অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে বিএসপিআই কাপ্তাই প্রাঙ্গনে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।

কাপ্তাইয়ের সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন হাওলাদার এতে সভাপতিত্ব করেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন।

মুল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কোর্স এক্রিডিটেশন এর বিশেষজ্ঞ ডঃ মোঃ শাহ আলম মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি চট্টগ্রামের প্রতিনিধি মোঃ নুরুল ইসলাম খান প্রমুখ।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন, চীফ ইনস্ট্রাক্টর প্রকৌশলী তারিকুল ইসলাম, বিএসপিআই'র ইনস্ট্রাক্টর মোঃ ইকবাল হায়দার। 

বিউটি বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী মানিক বড়ুয়া, শফিকুল আলম প্রমুখ।

সেমিনারে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেমিনারে অতিথিবৃন্দ স্মার্ট বাংলাদেশ অর্জন এবং চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় কারিগরি শিক্ষার প্রস্তুতির বিষয়ে দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

পরে এ বিষয়ের উপর প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম প্রদর্শিত হয়।

সম্পর্কিত বিষয়: