রাঙামাটি । বুধবার, ০১ মে ২০২৪ , ১৭ বৈশাখ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:০৮, ১২ অক্টোবর ২০২৩

আপডেট: ১৬:১০, ১২ অক্টোবর ২০২৩

রাঙামাটিতে ৪৩ মন্ডপে উদযাপিত হবে দুর্গোৎসব, থাকবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা

রাঙামাটিতে ৪৩ মন্ডপে উদযাপিত হবে দুর্গোৎসব, থাকবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা

আসন্ন শারদীয় দুর্গোৎসবে রাঙামাটি পার্বত্য জেলায় এ বছর ১০ উপজেলায় ৪৩টি পূজা মন্ডপে দুর্গোৎসব উদযাপিত হবে। পূজা মন্ডপে দুর্গামূর্তি ছাড়া দেবদেবীর মূর্তি তৈরি করা হয়ে গেছে। মাটির কাজ, রঙের কাজ ও সাজসজ্জা সব শেষ করে পূজা মন্ডপের সব প্রস্তুতি সম্পন্নের পথে। পূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

আগামী ২০ অক্টোবর (শুক্রবার) মহাষষ্ঠী পূজার আগমনীর মাধ্যমে শুরু হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজা। ২১ অক্টোবর (শনিবার) মহাসপ্তমী, ২২ অক্টোবর (রবিবার) মহাঅষ্টমী, ২৩ অক্টোবর (রবিবার) মহানবমী ও ২৪ অক্টোবর (মঙ্গলবার) শুভ বিজয়া দশমী বিসর্জনের মাধ্যমে শাদীয় দুর্গাপূজা শেষ হবে। এবার দেবীর ঘোটকে আগমন এবং ঘোটকে গমন করবেন।

জানা গেছে, সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গোৎসবে এবছর রাঙামাটির দশ উপজেলায় সর্বমোট ৪৩টি পূজা মন্ডপে দুর্গোৎসব উদযাপিত হবে। এর মধ্যে রাঙামাটি সদর উপজেলায় ১৪টি, কাপ্তাই উপজেলায় ৮টি, রাজস্থলী উপজেলায় ৪টি, কাউখালী উপজেলায় ৪টি, নানিয়ারচর উপজেলায় ১টি, জুরাছড়ি উপজেলায় ১টি, বিলাইছড়ি উপজেলায় ২টি, বাঘাইছড়ি উপজেলায় ৫টি, লংগদু উপজেলায় ৩টি ও বরকল উপজেলায় ২টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সকল মন্দিরে পূজা উদযাপনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গাপূজা চলাকালীন সময়ে আইন-শৃংখলা রক্ষাসহ সার্বিক পরিস্থিতি মনিটরিং এর জন্য জেলা ও উপজেলা পর্যায়ে সমন্বয় কমিটি গঠন ছাড়াও প্রতিটি পূজা মন্ডপে সার্বক্ষনিক পুলিশের টহলের পাশাপাশি আনসার বাহিনীর সদস্য নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া পূজা মন্ডপে সার্বক্ষনিকভাবে নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবক কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসন দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে অন্যান্যবারের মতো এ বছরও প্রত্যেক পূজা মন্ডপের জন্য বিশেষ অর্থ বরাদ্দ প্রদান করছে।

যেসব মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে তার মধ্যে রয়েছে, রাঙামাটি সদর উপজেলায় শ্রী শ্রী রক্ষাকালী মন্দির তবলছড়ি, শ্রী শ্রী গীতাশ্রম মন্দির রিজার্ভ বাজার, আইচ ভবন রিজার্ভ বাজার, শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব নতুন জালিয়া পাড়া, শ্রী শ্রী নারায়ন মন্দির পৌর কলোনী, শ্রী শ্রী দুর্গা মাতৃমন্দির স্বর্ণটিলা, শ্রী শ্রী শিতলা মন্দির আসামবস্তী, শ্রী শ্রী সার্বজনীন দুর্গোৎসব গর্জনতলী, শ্রী শ্রী দুর্গা মাতৃ মন্দির কাঠালতলী, শ্রী শ্রী দশভূজা মাতৃমন্দির কালিন্দীপুর, শ্রী শ্রী সনাতন যুব একতা সংঘ কলেজ গেইট, শ্রী শ্রী কালী মাতৃমন্দির ভেদভেদী ও শ্রী শ্রী রক্ষাকালী মন্দির কেইল্যা মুড়া।

কাপ্তাই উপজেলায় শ্রী শ্রী কর্ণফুলী দুর্গা মাতৃমন্দির ব্রীক ফিল্ড রোড কাপ্তাই জল বিদ্যুৎ প্রকল্প, শ্রী শ্রী জয় কালী মন্দির লক গেইট কাপ্তাই, শ্রী শ্রী হরি মন্দির কেপিএম চন্দ্রঘোনা, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালি মন্দির চন্দ্রঘোণা মিশন চন্দ্রঘোণা, শ্রী শ্রী আদি নারায়ন বৈদান্তিক গীতা মন্দির চন্দ্রঘোনা, শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরী কালী মন্দির রাইখালী বাজার।

রাজস্থলী উপজেলায় শ্রী শ্রী হরি মন্দির, রাজস্থলী বাজার, শ্রী শ্রী দক্ষিণনেশ্বর কালী মন্দির বাঙ্গালহালিয়া।

কাউখালী উপজেলায় শ্রী শ্রী গীতা মন্দির, ঘাগড়া, শ্রী শ্রী গীতা মন্দির কাউখালী সদর, শ্রী শ্রী গীতা মন্দির বেতবুনিয়া, শ্রী শ্রী সার্বজনীন দুর্গোৎসব বেতবুনিয়া।

নানিয়ারচর উপজেলায় শ্রী শ্রী জগন্নাথ মন্দির নানিয়ারচর, শ্রী শ্রী জগন্নাথ মন্দির বুড়িঘাট।

জুরাছড়ি উপজেলায় শ্রী শ্রী হরি মন্দির জুরাছড়ি।

বিলাইছড়ি উপজেলায় শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দির বিলাইছড়িবাজার।

বাঘাইছড়ি উপজেলায় শ্রী শ্রী রক্ষাকালী মন্দির বাঘাইছড়ি, শ্রী শ্রী হরি মন্দির করেঙ্গাতলী, শ্রী শ্রী জগন্নাথ মন্দির দুরছড়ি।

লংগদু উপজেলায় শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির লংগদু সদর, শ্রী শ্রী হরি মন্দির মাইনীমুখ ও বরকল উপজেলায় শ্রী শ্রী হরি মন্দির বরকল সদর।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙামাটির সভাপতি অমর কুমার দে জানান, এ বছর রাঙামাটি জেলায় ৪৩টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। সকল মন্দিরে পূজা উদযাপনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জনপ্রিয়