রাঙামাটি । মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১০:২৯, ২৫ ফেব্রুয়ারি ২০২০

লোগো দেখে পণ্য কেনার আহ্বান বিএসটিআই’র

লোগো দেখে পণ্য কেনার আহ্বান বিএসটিআই’র

লোগো দেখে পণ্য কেনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন। তিনি বলেন, পণ্যের মানের বিষয়ে জনসচেতনতা বাড়াতে হবে।

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই প্রধান কার্যালয়ে বিসিআইসি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনায় তিনি আহ্বান জানান। বিএসটিআইতে শিক্ষা সফরের অংশ হিসেবে এ আলোচনার আয়োজন করা হয়। 

সংস্থার মহাপরিচালক বলেন, মানসম্পন্ন পণ্যের নিশ্চয়তা বিধান বিএসটিআাই’র দায়িত্ব। আমরা সে প্রচেষ্টা অব্যাহত রেখেছি। পণের মান নিশ্চিত করতে মান সনদ প্রদানের পরে সে অনুযায়ী বাজারে পণ্য পাওয়া যাচ্ছে কি-না কিংবা অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করা হচ্ছে কি-না তা যাচাই করতে মোবাইল কোর্ট ও সার্ভিল্যান্স টিম পরিচালনার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া মানসম্পন্ন পণ্যের বিষয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে বিএসটিআই শিক্ষা সফরের ব্যবস্থা চালু করেছে।

আলোচনা অনুষ্ঠানে বিএসটিআই ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ বিসিআইসি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়